আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার একটি বিমানবন্দরে ১৮১ জন আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে পৌঁছেছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, উড়োজাহাজের বেশিরভাগ আরোহী নিহত হয়েছেন।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, এখন পর্যন্ত মাত্র দুই যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
আজ রোববার ভোরে জেজু এয়ারের উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দেয়ালে ধাক্কা খায়।
স্থানীয় দমকল বাহিনীর প্রধান আজ রোববার জানিয়েছেন, পাখির ঝাঁকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ও বৈরি আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
মুয়ান ফায়ার স্টেশন প্রধান লি জিয়ং-হিউন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রাথমিকভাবে, পাখির ঝাঁকের সঙ্গে উড়োজাহাজের সরাসরি সংঘাত ও বৈরি আবহাওয়াকে এই দুর্ঘটনার জন্য দায়ী করছি আমরা। তবে যৌথ তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।’এক বিবৃতিতে জাতীয় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ বিভাগ জানায়, ‘এখন পর্য্যন্ত দুইজনকে উদ্ধার করা হয়েছে। ৮৫ জন নিহত হয়েছেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।