বিনোদন ডেস্ক: ভিন্ন ধারার ভালোবাসার গল্পের নাটকে দেখা যাবে সময়ের আলোচিত অভিনেত্রী ফারিয়া শাহরিনকে। নাটকের নাম ‘মোনালিসা’। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে রয়েছেন মনোজ প্রামাণিক।
মেহরাব জাহিদের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন আহমেদ ফারুক। পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ।
নাটকের গল্পে দেখা যায়, রতন (মনোজ প্রামাণিক) অমর চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবি মোনালিসাকে সব সময় লালন করে। রতনের সেই লালন করা ছবি মোনালিসার মতো একটি মেয়েকে সে বাস্তবে পেয়ে যায়। রতন এতিমখানার এক আসহায় ছেলে। আর মোনালিসা (ফারিয়া শাহরিন) মফস্বলের একটা টেইলার্সে কাজ করে।
নদী পথে নৌকা পার হবার সময় রতনের সঙ্গে মোনালিসার দেখা হয়। এভাবে তাদের মধ্যে ভালো লাগা তৈরি হয়। একটা সময় রতন মোনালিসাকে তার জীবন থেকে হারিয়ে ফেলে। এরপর নানা ঘটনার মধ্যে দিয়ে নাটকের গল্পটি এগিয়ে যায়।
ফারিয়া শাহরিনও মনোজ প্রামাণিক ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন মীর জাহিদ হাসান, নিথর মাহবুব, মম শিউলি, সালমান শাহরিয়ার, আনোয়ার প্রমুখ।
ধ্রুব ফিল্ম ইন্টারন্যাশনালের ব্যানারে ‘মোনালিসা’ প্রযোজনা করেছেন মারুফ আহমেদ খান রিজভী। শনিবার (২০ আগস্ট) রাত ৮টায় আরটিভির পর্দায় প্রচার হবে নাটকটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।