স্পোর্টস ডেস্ক: করোনা প্রাদুর্ভাবে গত মার্চ মাস থেকে স্থগিত হয়ে আছে ইউরোপীয় শীর্ষ ফুটবল লিগগুলো। ফের কবে আবারও ফুটবল মাঠে গড়াবে তা অনিশ্চিত। তবে এর মধ্যেও ফুটবলের ব্যাপারে বিশ্বজুড়ে সর্বশেষ খবর দিয়ে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা (উয়েফা)।
সম্প্রতি উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্ডার ক্যাফেরিন ইতালিয়ান দৈনিক কোরেরা ডেল্লা সেরাকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন ফুটবল মাঠে ফেরার কথা, হোক তা দর্শকশূন্য মাঠে।
আলেক্সান্ডার বলেন, আমাদের কাছে সবার আগে সমর্থক, খেলোয়াড় এবং ফুটবলের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের স্বাস্থ্যের বিষয়টি গুরুত্বপূর্ণ। সকলের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি যখন আমরা নিশ্চিত করতে পারব তখনই আবার ঘরোয়া ফুটবল থেকে শুরু করে আন্তর্জাতিক ফুটবলও মাঠে ফেরানো হবে।
চলতি মৌসুমের মাঝ পথেই ফুটবল স্থগিত করতে বাধ্য হয়েছে উয়েফাসহ সব ইউরোপিয়ান লিগ কর্তৃপক্ষ। তবে এবার মাঠে ফুটবল ফেরাতে আগ্রহ প্রকাশ করেছে উয়েফা।
তবে তা দর্শকবিহীন মাঠে হবে তা বেশ পরিস্কার, কারণ বিশেষজ্ঞরা জানিয়েছে জনসমাগমে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। আর তাই তো বন্ধ দরজাতেই হতে পারে ফুটবল।
দর্শকশূন্য মাঠে ফুটবল ফেরানোর ব্যাপারে উয়েফা প্রেসিডেন্ট বলেন, আমার মনে হচ্ছে বন্ধ দরজাতেই অর্থাৎ দর্শকশূন্য মাঠেই ফুটবল হবে। এই সময়টাতে আমাদের মাঠে বসে ফুটবল দেখার কথা ছিল কিন্তু এখন আমরা অপেক্ষা করছি কবে ফুটবল মাঠে ফিরবে। আমরা বিশেষজ্ঞদের সবুজ সংকেতের অপেক্ষায় আছি। তারা যখন মনে করবেন সাধারণের জন্য পরিবেশ স্বাভাবিক তখনই মাঠে ফুটবল গড়াবে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.