Advertisement
পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কাযদিবস আজ মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দরপতনের তালিকায় শীর্ষস্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিমা খাতের কোম্পানি গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড।
আর দর হারিয়ে তালিকার তৃতীয় স্থানে জায়গা হয়েছে রেনউইক যজ্ঞেশ্বরের।
তাছাড়া দর পতনের তালিকায় চতুর্থ স্থানে মেঘনা পেট, পঞ্চম মেঘনা কনডেন্সড মিল্ক, ষষ্ঠ দুলামিয়া কটন, সপ্তম ওরিয়ন ইনফিউশন, অষ্টম প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, নবম এমএল ডাইং ও দশম স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel