স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউ জিল্যান্ডে গিয়েছে বাংলাদেশ। পৌঁছে গেছে পাকিস্তানও। হয়ে গেছে ট্রফি উন্মোচনও। তবে ট্রফি উন্মোচনে পাকিস্তান আর নিউ জিল্যান্ডের অধিনায়ক উপস্থিত থাকলেও বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন অনুপস্থিত। তার বদলে সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান অংশ নিয়েছিলেন ট্রফি উন্মোচনে। প্রশ্ন উঠেছিল তাই জনমনে, অধিনায়ক সাকিব আল হাসান কোথায় তবে?
অবশেষে জানা গেল কেন দলে যোগ দিতে পারেননি সাকিব আল হাসান। কেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহানকে করতে হলো ট্রফি উন্মোচন, আর কেনইবা অধিনায়ককে ছাড়াই সতীর্থদের করতে হচ্ছে অনুশীলন; এমন সব প্রশ্নের উত্তর মিলেছে সন্ধ্যায়। বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনির এক স্ট্যাটাসে বেড়িয়ে আসে থলের খবর।
মূলত সাকিব আটকে গিয়েছিলেন টিকিট সঙ্কট আর ভিসা জটিলতায়। যেই একই কারণে আটকে গেছেন টাইগারদের বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও। জানা যায় যে, সিপিএল শেষে সেখান থেকেই ৩০ অক্টোবর নিউজিল্যান্ডের বিমানে ওঠার চেষ্টা করেছিলেন সাকিব, কিন্তু টিকিটের ব্যবস্থা হয়নি। পরে একটা টিকিটের ব্যবস্থা হয়, যা দিয়ে তাহিতি হয়ে ক্রাইস্টচার্চে পৌঁছে যাবার কথা ছিল ৪ অক্টোবর।
তবে বিধিবাম। শতচেষ্টা করেও বিমানে উঠতে পারেননি সাকিব। তাহিতির ভিসা জটিলতায় আটকে যান সাকিব। ফিরে যেতে হয় তাকে। তবে অবশেষে এয়ারলাইনস থেকে ভিসা সমস্যার সমাধান হওয়ায় তিনি ক্রাইস্টচার্চে রওনা করবেন। ক্রাইস্টচার্চের সময় সন্ধ্যা ৬টায় তার পৌঁছে যাবার কথা রয়েছে। আর পরদিন দুপুর আড়াইটায় সব কিছু ঠিক থাকলে টস করতে নামবেন বাংলাদেশ অধিনায়ক।
জানাগেছে, দীর্ঘ দিন পর নিউজিল্যান্ড ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয় গত ১ অক্টোবর। তারপর থেকেই ভ্রমণ পিপাসুদের তীব্রতায় হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। টিকিটেরও সংকুলান হচ্ছে না। ফলে চলছে মারাত্মক সঙ্কট। যেখানেই ফেঁসে গেছেন সাকিব আল হাসান ও বোলিং কোচ অ্যালাম ডোনাল্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।