স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে বল হাতে তাক লাগিয়ে দিলেন দলে প্রথম দিকে জায়গা না পওয়া ওয়েস্ট ইন্ডিজ স্পিড স্টার কেমার রোচ। দল বিশ্বকাপ থেকে অনেকটা ছিটকে যাওয়ার পর তাকে দলে ভেড়ানো হয়েছে। আর দলে ফিরেই দেখালেন চমক।
৩ ম্যাচে ৩০ ওভার বোলিং করে দিয়েছেন মাত্র ৮৪ রান! যার সুবাদে রান রেট ইকোনোমিতে বিশ্বকাপে এখন পর্যন্ত শীর্ষে রয়েছেন এই পেসার। প্রতি ম্যাচে ১০ ওভার বোলিং করে ওভার প্রতি গড় ৩.৬৫ ইকোনোমি রানরেট দিয়ে বিশ্বকাপে চমক সৃষ্টি করেছেন এই উইন্ডিজ। ৪.০৬ ইকোনোমি রান রেটে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের মোহাম্মদ সামি।
৪.১২ ইকোনোমি রেটে তৃতীয় সামির সতীর্থ বিজয় শঙ্কর। ৪.৪৫ ও ইকোনোমি রেটে ট্রেন্ট বোল্ট চতুর্থ ও ৪.৪৬ দিয়ে তার সহযোদ্ধা কলিন ডি গ্রান্ডহ্যাম রয়েছেন পঞ্চম স্থানে।
আজ বৃহস্পতিবার ভারতের বিপক্ষ ম্যাচে ১০ ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট কেমার রোচ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।