স্পোর্টস ডেস্ক: ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপের পর আর ক্রিকেট মাঠে দেখা যায়নি ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।
আর তাই ফের জাতীয় দলে জায়গা করে নিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ধোনি। কিন্তু করোনাভাইরাসের কারণে আইপিএল পিছিয়ে গিয়েছে। ফলে কবে তাকে ফের মাঠে দেখা যাবে, তা নিয়ে চলছে জল্পনা।
মহেন্দ্র সিংহ ধোনি অবশ্য নিজের ভবিষ্যৎ নিয়ে একটি শব্দও খরচ করেননি। কিন্তু তাকে নিয়ে মানুষের কৌতুহল অব্যাহত। প্রশ্ন উঠছে এই বয়সে তিনি কি জাতীয় দলে ফিরতে পারবেন?
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক মুখ্য নির্বাচক কিরণ মোরে অবশ্য আশিস নেহরার উদাহরণ টেনে জানিয়েছেন, ফেরার ক্ষেত্রে বয়স কোনও বাধা নয়।
কয়েক দিন আগে সুরেশ রায়না জানিয়েছিলেন, এবার আইপিএলের জন্য ধোনির প্রস্তুতি অন্য রকমের ছিল। তাকে ক্লান্ত দেখাতো না।
এদিকে মোরে বলছেন, আইপিএলের জন্য ধোনি যখন প্রস্তুতি নিচ্ছিল, তখন ওকে ফিটই দেখিয়েছে। খেলার জন্য এক প্রকার মুখিয়েই ছিল ও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।