স্পোর্টস ডেস্ক : চিন্তায় আর্জেন্টিনা। চিন্তায় বিশ্বের ফুটবলপ্রেমীরা। দেড় মাসও বাকি নেই ফুটবল বিশ্বকাপের আগে। অথচ চোট পেয়ে ক্লাবের দল থেকে ছিটকে গেলেন লিওনেল মেসি। ক্লাবের হয়ে ম্যাচ খেলার সময়ই চোট পেয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।
বৃহস্পতিবার মেসি জানিয়েছেন, কাতার বিশ্বকাপই তাঁর ফুটবল-জীবনের শেষ বিশ্বকাপ। আর্জেন্টিনাকে কোপা আমেরিকা এবং ফাইনালিসিমা দিয়েছেন মেসি। কিন্তু বিশ্বকাপ তাঁর অধরা। জীবনের শেষ বিশ্বকাপে কি তিনি পারবেন অধরা ট্রফি স্পর্শ করতে? ফুটবল জনতা যখন মেসিকে তাঁর শেষ বিশ্বকাপে দেখতে মুখিয়ে রয়েছেন তখনই এল দুঃসংবাদ।
চোটের জন্য মেসি প্যারিস সাঁ জারমাঁর হয়ে শনিবার ফ্রান্সের ঘরোয়া লিগের ম্যাচ খেলে পারবেন না। তাঁর পায়ের পেশিতে চোট লেগেছে। চোট তেমন গুরুতর না হলেও ক্লাব কর্তৃপক্ষ ঝুঁকি নিতে চাইছেন না। উল্লেখ্য, বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিরুদ্ধে ম্যাচে মেসি নিজেই পরিবর্ত চান। আশা করা হচ্ছে, রবিবার থেকে মেসি আবার অনুশীলন করতে পারবেন।
মেসি-সহ প্যারিস সাঁ জারমাঁর একাধিক ফুটবলারের চোট বা অসুস্থতা রয়েছে। গলায় সংক্রমণের জন্য খেলতে পারছেন না কিলিয়ন এমব্যাপে। পেশির চোটের জন্য তিন সপ্তাহ খেলতে পারবেন না নুনো মেন্ডেসও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।