বিনোদন ডেস্ক : দশম বারের মতো পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গেছেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। শনিবার রাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। এ সময় তার সঙ্গে পরিবারের সদস্যরাও ছিলেন। হজের পাশাপাশি বেশ কয়েকবার ওমরাহও পালন করেছেন ইলিয়াস কাঞ্চন। নিরাপদ সড়কের দাবিতে সরব থাকা এই মিডিয়া ব্যক্তিত্বের ধর্মানুরাগ সর্বমহলেই প্রশংসা কুড়িয়েছে।
এক সময়ের ঢাকাইয়া সিনেমার শীর্ষ অভিনেতা ইলিয়াস কাঞ্চন প্রথমবার হজ পালন করেন ১৯৯৩ সালে। তখন তার সঙ্গে ছিলেন প্রয়াত স্ত্রী জাহানারা।
সেবার হজ পালনের তিন মাসের মাথায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারাকে হারান তিনি। মূলত এর পর থেকেই নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।