নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজ উদ্দিন মোল্লাকে (৪৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (১৩ জুলাই) গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে এ নির্দেশ দেন। তাহাজ উদ্দিন গাজীপুর মহানগরের বারেন্ডা এলাকার কফিল উদ্দিন মোল্লার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ৪ এপ্রিল গাজীপুরের এক স্কুলছাত্রী অপহরণের শিকার হয়। এরপর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে তাহাজ উদ্দিন মোল্লাকে অন্যতম অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়।
রবিবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কাশিমপুর থানার ওসি মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, “ধর্ষণ মামলায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা তাহাজ উদ্দিনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।