জুমবাংলা ডেস্ক : দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের একটা এককালীন দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। আহত, অসচ্ছল ও চিকিৎসাধীন মেধাবী ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণির শিক্ষার্থীরা এ অনুদান পাবেন। চিকিৎসা অনুদান পেতে শিক্ষার্থীদের আবেদন শুরু হয়েছে। আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা অনুদান পেতে অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
বিষয়টি জানিয়ে আদেশ জারি করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে আদেশটি প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, গত ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে চিকিৎসা অনুদান পেতে ষষ্ঠ থেকে স্নাতক শ্রেণির চিকিৎসাধীন শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। নির্ধারিত লিংকে (https://www.eservice.pmeat.gov.bd/medical/) প্রবেশ করে শিক্ষার্থীদের এ অনুদান পাওয়ার আবেদন করতে হবে। শিক্ষার্থীদের এককালীন অনুদান প্রদান নির্দেশিকা-২০২০ অনুসারে তাদের চিকিৎসা অনুদান দেয়া হবে।
ট্রাস্টের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীরা প্রতি দুই মাস অন্তর নির্ধারিত লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারবেন। একজন আহত শিক্ষার্থী তার চিকিৎসা মেয়াদে একবার অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
ট্রাস্ট আরো বলছে, ই-চিকিৎসা অনুদান ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণির দুর্ঘটনায় গুরুতর আহত ও চিকিৎসাধীন শিক্ষার্থীদের চলতি বছরের আবেদনের জন্য ২৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সিস্টেম ব্যবহার করে আবেদন করতে বলা হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।