আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারিতে থমকে গেছে অনেক কিছু, তাই বলে থেমে নেই। ব্যবসা, বাণিজ্য, ভ্রমণ, বিয়ে সবকিছুই চলছে, তবে স্বাস্থ্যবিধি মেনে। অনেকে আবার ধুমধাম আয়োজন করতে পারবেন না বলে পিছিয়ে দিয়েছেন বিয়ে। অনেকে আবার করছেন সীমিত আয়োজনের মধ্য দিয়ে। কিন্তু ভারতের চেন্নাইয়ের এক ব্যক্তি অভিনব আয়োজনে সম্পন্ন করেছেন ছেলের বিয়ে। বিয়েতে দাওয়াত দেয়া ৭০০ অতিথির বাড়ি খাবার পৌঁছে দিয়ে সারা ফেলেছেন তিনি।
ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, করোনার এই সময়ে ছেলের বিয়ে, চিন্তায় পড়ে গেলেন আয়োজন নিয়ে। ধুমধাম আয়োজন করবেন বলে দীর্ঘদিনের পরিকল্পনা। তাহলে কি বিফলে যাবে সেই আয়োজন? অবশেষে বের করলেন অভিনব কৌশল। বিয়েতে বড় আয়োজনই হবে, তবে বাড়িতে আসবে না কোনো অতিথি, বরং বিয়ের কার্ড এবং খাবার পৌঁছে যাবে অতিথির বাড়ি।
যে কথা সেই কাজ। বিয়ের আয়োজনের দায়িত্ব দিলেন একটি ক্যাটারিং সংস্থাকে। তারা রান্না করলেন ১২ ধরনের সুস্বাদু খাবার। এর মধ্যে ছিল সাম্বার, রসম, পুলি সাধামসহ আরও অনেক কিছু। তারপর সুদৃশ্য ব্যাগ এবং টিফিনবক্সে সেসব খাবার ভরা হয়। সঙ্গে দেয়া হয় কলাপাতা। এরপর বরের এক বন্ধুর লজিস্টিকস সংস্থার সাহায্যে ৭০০ অতিথির বাড়ি পৌঁছে দেয়া হয় খাবার। সঙ্গে একটি নিমন্ত্রণ পত্র। যাতে লেখা ছিল নবদম্পতিকে আশীর্বাদ করে সবাই যেন ওই খাবার গ্রহণ করে।
অভিনব বিয়ের এই আয়োজনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই এমন আয়োজনের প্রশংসা করেন। অনেকে মজার মজার মন্তব্য করেছেন আই আয়োজন নিয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।