জানা গেছে, অনুষ্ঠানে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় নাতি রামকৃষ্ণ ঝিনুকের (২১) মৃত্যু ঘটে।
রবিবার রাতে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামের রঞ্জিত রায়ের ছেলে। একই পরিবারে দুই মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারে শোক নেমে এসেছে। পরে সোমবার ভোররাতে একই জায়গায় নাতিরও শেষকৃত্য সম্পন্ন হয়।
এলাকাবাসীরা জানান, রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামে নিহত যুবক রামকৃষ্ণের দাদা হরেকান্ত রায়ের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা রোববার বিকেল থেকে শুরু হয়ে রাতে শেষ হয়। শেষকৃত্যের আচার অনুষ্ঠান চলাকালীন রাত নেমে আসায় আয়োজন স্থল আলোকিত করার জন্য রামকৃষ্ণ ঝিনুক বৈদ্যুতিক বাল্ব লাগানোর কাজ করে। এ সময় সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।