দাদি-নানি দিবস আজ!

দাদি-নানি

জুমবাংলা ডেস্ক: আমাদের প্রায় প্রত্যেকেরই শৈশবের সঙ্গে মিশে আছে দাদি-নানিদের আদর, আহ্লাদ। দাদি-নানি মানেই যেন অভয়ারণ্য। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অনেকেরেই দাদি-নানিদের সঙ্গে যোগাযোগ কমতে থাকে। কর্মব্যস্ত এই যান্ত্রিক জীবনে তাদের সঙ্গে নিয়মিত দেখা কিংবা যোগাযোগ করা সম্ভব না হলেও আজকের দিনে তাদের একটু বিশেষ শুভেচ্ছা জানাতেই পারেন।

কারণ, আজ ২১ জানুয়ারি, দাদি-নানি দিবস—গ্র্যান্ডমা’স ডে। অর্থাৎ দাদি-নানিদের শুভেচ্ছা জানানোর দিন।
দাদি-নানি
ন্যাশনাল টুডে ডটকমের তথ্য বলছে, ১৯৬৪ সালে পোল্যান্ডের একটি ম্যাগাজিনের উদ্যোগে দিবসটির উদযাপন শুরু হয়। এরপর অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, এস্তোনিয়া, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে বেশ আড়ম্বরের সঙ্গেই দিনটি পালিত হয়।

দাদি বা নানির প্রতি শ্রদ্ধা জানাতে চাইলে আপনিও দিবসটি পালন করতে পারেন। যাদের দাদি-নানি দূরে থাকেন, তারা আজ একটু সময় করে তাদের সঙ্গে দেখা করতে পারেন। কিংবা করতে পারেন একটি ফোনকল।দিতে পারেন কোনো উপহার। দাদি বা নানি সঙ্গে থাকলে পরিবারে সবাইকে নিয়ে করতে পারেন তাদের জন্য বিশেষ আয়োজন।

শৌচালয়ে মহিলার গোপন ছবি তুলল রোবট ভ্যাকুয়াম ক্লিনার!