সাতক্ষীরার শ্যামনগরে বৃহস্পতিবার (২৬ আগস্ট) তানজিমা পারভীন (১৫) নামে এক ক্যান্সার আক্রান্ত কিশোরী মারা যায়। গতকাল তাকে দাফন করা হয়। কিন্তু শুক্রবার (২৭ আগস্ট) সকালে পরিবারের সদস্যরা এসে দেখেন, তার লাশ কবরের ওপর পড়ে আছে। শ্যামনগরের কৈখালী ইউনিয়নের নিদয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিদয়া গ্রামের খোরশেদ আলমের মেয়ে তানজিমা পারভীন। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্য হয়।
৮নং ওয়ার্ডের ইউপি সদস্য অসিম মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, কবর থেকে তুলে রাখা হলেও লাশটি অক্ষত ছিল। কে বা কারা কী কারণে কবর খুঁড়ে লাশ তুলে রেখে গেছে তা এখনও জানা যায়নি। লাশটি আবারও দাফন করা হয়েছে।
এ বিষয় শ্যামনগর থানার ওসি (তদন্ত) কাজী শহিদুল ইসলাম বলেন, কবর থেকে লাশ তুলে রাখার কথা শুনেছি। বিষয়টি তদন্তে পুলিশ পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।