আন্তর্জাতিক ডেস্ক : অ্যামাজনের চলমান ভয়ানক দাবানল নিয়ন্ত্রণে ব্রাজিল সরকারকে ২২ মিলিয়ন অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭। তবে সংগঠনটির এই আর্থিক সহায়তা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে ব্রাজিল সরকার।
মঙ্গলবার এক ঘোষণায় দেশটির সরকার জানায়, জি৭-এর প্রতিশ্রুত অর্থ তারা নেবে না। বরং তা দিয়ে ইউরোপে পুনঃ বনায়নের কাজ করা হউক।
ব্রাজিলের পক্ষ থেকে অর্থ বরাদ্দ প্রত্যাহারের কোনো কারণ নিশ্চিত করা হয়নি; তবে ব্রাজিলের চিফ অব স্টাফ ওনিয়েক্স লরেনজনি গ্লোবো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, অর্থ সহায়তা প্রস্তাবের জন্য ধন্যবাদ। ওই অর্থ ইউরোপে পুনঃ বনায়নের কাজে লাগানো আরও প্রাসঙ্গিক। বনাঞ্চল রক্ষায় ব্রাজিল যেকোনো দেশকে শিক্ষা দিতে পারে বলেও জানান তিনি।
এবার জি৭ সম্মেলনের শুরুতে আয়োজক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সঙ্গে বিতর্কে জড়ান ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। ম্যাক্রো অ্যামাজনের দাবানলকে আন্তর্জাতিক সংকট উল্লেখ করে বলেছিলেন, এনিয়ে সম্মেলনে আলোচনা করা উচিত। জবাবে বলসোনারো এমন সিদ্ধান্তকে ঔপনিবেশিক আখ্যা দেন। কারণ ব্রাজিল জি৭ এর সদস্য নয়।
পরবর্তীতে জি৭ জোটের সদস্যভুক্ত দেশগুলো ব্রাজিলকে অর্থ সাহায্য দেওয়ার কথা জানায়। এবার তা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত জানাল বলসোনারো সরকার। অ্যামাজনের আগুন নিয়ন্ত্রণে ব্রাজিল ইতোমধ্যে ৪৪ হাজার সৈন্য মোতায়েন করেছে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.