স্পোর্টস ডেস্ক : এশিয়ান দাবা ফেডারেশনের আয়োজনে আজ (শনিবার) থেকে শুরু হয়েছে এশিয়ান অনলাইন নেশনশ কাপ দাবা চ্যাম্পিয়নশিপ। উন্মুক্ত বিভাগে বাংলাদেশ দল তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ভারত ও ইন্দোনেশিয়ার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে।
প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশ দল ৪-০ গেম পয়েন্টে সৌদি আরবকে হারায়। দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ ৩.৫-০.৫ পয়েন্টে জিতেছে জর্দানের বিপক্ষে। তৃতীয় রাউন্ডের খেলায় জয়ের ধারায় ছেদ পড়লেও হারেনি বাংলাদেশ, ২-২ গেম পয়েন্টে ড্র করেছে ইন্দোনেশিয়ার সঙ্গে।
তৃতীয় রাউন্ড শেষে পুরো ৬ ম্যাচ পয়েন্ট করে নিয়ে ফিলিপাইন,কাজাখস্তান, মঙ্গোলিয়া ও ইরান পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। আগামী ১৬ অক্টোবর হবে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের খেলা। এই প্রতিযোগিতায় এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশ, ভারত, ইরান, অস্ট্রেলিয়া, কাজাখস্তান, ফিলিপাইনসহ ৩৮টি দেশ উন্মুক্ত বিভাগে এবং ৩১টি দেশ মহিলা বিভাগে অংশ নিচ্ছে। প্রথমে দুই বিভাগের খেলা ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। দুই বিভাগের শীর্ষ ৮টি দল কোয়ার্টার ফাইনালে খেলবে। এরপর হবে সেমিফাইনাল ও ফাইনাল । আগামীকাল (রবিবার) মহিলা বিভাগের খেলা শুরু হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।