জুমবাংলা ডেস্ক: সুপার পাম নামের ভোজ্য তেল এবং খোলা চিনির দাম কমানোর ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এর মধ্যে পাম তেলের দাম এক মাস আগের তুলনায় কমছে ১২ টাকা। তবে চিনির দাম বর্তমান খুচরা দরের তুলনায় কেজিতে ১ টাকা কমবে। আগামী রোববার থেকে নতুন দর কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাম সুপার নামের খোলা তেল খুচরা পর্যায়ে সর্বোচ্চ দর হবে লিটার প্রতি ১৩৩ টাকা। এছাড়া পরিশোধিত খোলা চিনি খুচরা পর্যায়ে কেজি প্রতি সর্বোচ্চ দর ৮৪ টাকা এবং পরিশোধিত প্যাকেটজাত চিনির সর্বোচ্চ দর ৮৯ টাকা নির্ধারণ করেছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সুপারিশে এই দুটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর আগে গত ২৩ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয় সুপার পাম অয়েলের দাম প্রতি লিটার সর্বোচ্চ ১৪৫ টাকা নির্ধারণ করেছিল। তাছাড়া এখন থেকে এক বছরের বেশি সময় আগে গত বছরের ৯ সেপ্টেম্বর সর্বশেষ খোলার চিনির সর্বোচ্চ মূল্য ৭৫ টাকা নির্ধারণ করে দিয়েছিল সরকার। তবে গত ছয় মাসের বেশি সময় ধরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশিতে বেচাকেনা হচ্ছে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আজকের বাজারদর অনুযায়ী, সুপার পাম তেল লিটার প্রতি ১৪৫-১৫০ টাকা দরে কেনাবেচা হচ্ছে। আর খোলা চিনি কেনাবেচা হচ্ছে ৯০-৯৫ টাকা পর্যন্ত দরে।
কোনোভাবেই দেশে ডিম আমদানি হবে না, সাফ জানিয়ে দিলেন কৃষিমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।