দাম নেই, বিক্রির জন্য ট্রলার ভর্তি তরমুজ আনলেও ফেলা হচ্ছে নদীতে!

জুমবাংলা ডেস্ক: দেশের বিভিন্ন জেলা থেকে তরমুজ আসে চাঁদপুরে। মৌসুমি ফল তরমুজ বিক্রয়ের জন্য প্রতিদিন ট্রলারে করে নদীপথে চাঁদপুর শহরের চৌধুরীঘাট আড়গুলোতে আসে তরমুজ চাষি-ব্যবসায়ীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তরমুজ বেচাকেনা। তরমুজকে কেন্দ্র করে আড়তগুলোতে প্রতিদিন লেনদেন হয় প্রায় পাঁচ কোটি টাকা। তবে বিগত বছরের তুলনায় ট্রলারভর্তি তরমুজের চালান নিয়ে এসে কাঙ্ক্ষিত দাম না … Continue reading দাম নেই, বিক্রির জন্য ট্রলার ভর্তি তরমুজ আনলেও ফেলা হচ্ছে নদীতে!