দারাজের প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্রেতাদের ‘দ্বিগুণ আনন্দ’

 

জুমবাংলা ডেস্ক: দেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে ক্রেতাদের আকর্ষণীয় অফার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ এক সংবাদবিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানায় দারাজ বাংলাদেশ। এতে বলা হয়, দারাজের সঙ্গে অফুরান উল্লাসে স্বাচ্ছন্দ্যদায়ক ও বিশ্ব মানসম্পন্ন দুর্দান্ত শপিং অভিজ্ঞতার আট বছর উপভোগ করছেন দেশের অগণিত ক্রেতা। তাদের আনন্দ দ্বিগুণ করতে আজ শুরু হওয়া প্রতিষ্ঠাবার্ষিকী ক্যাম্পেইনে ক্রেতারা উপভোগ করবেন আকর্ষণীয় অফার। এ ক্যাম্পেইন ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, দারাজ পরিবারের জন্য অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী এক অনন্য মাইলফলক। দারাজের সব কর্মী, ক্রেতা ও অংশীদারদের জন্য এটি একটি উদযাপনের মুহূর্ত। দারাজের যাত্রায় যারা পাশে ছিলেন, তাদের সবার জন্য কৃতজ্ঞতার স্মারক হিসেবে থাকছে এই বিশেষ ক্যাম্পেইন।

প্রতিষ্ঠনটির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পেইন চলাকালীন দারাজের ক্রেতাদের জন্য থাকছে মিস্ট্রি বক্স, ফ্ল্যাশ পাজল চ্যালেঞ্জ, শেইক শেইক এবং ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড ফ্ল্যাশ সেল, হট ডিলস ও মেগা ডিলসসহ (১৫ হাজার টাকা পর্যন্ত ছাড়) কেনাকাটার ক্ষেত্রে দুর্দান্ত সব সুযোগ। পাশাপাশি, ক্রেতাদের জন্য থাকছে লাকি ভাউচার, সারপ্রাইজ ভাউচার, নিউ ইউজার গিফট এবং মিনি গেমসের মাধ্যমে গিভঅ্যাওয়ে জিতে নেওয়ার সুযোগ। ক্রেতাদের কেনাকাটার অভিজ্ঞতাকে নিরবিচ্ছিন্ন করতে দারাজ দিচ্ছে বিভিন্ন রকম পেমেন্ট অফার, ইএমআই সুবিধা এবং ব্র্যান্ড ফ্রি শিপিং। ক্যাম্পেইনটির মূল আকর্ষণ- প্ল্যাটফর্মে বিভিন্ন পণ্যের এক্সক্লুসিভ লঞ্চ। এক্সক্লুসিভ লঞ্চের ক্ষেত্রে ক্রেতারা সেরা সব ডিল উপভোগ করবেন।

দারাজের প্রধান বিপণন কর্মকর্তা মো. তাজদীন হাসান বলেন, ‘গত ৮ বছর অসামান্য সহযোগিতার জন্য বাংলাদেশকে ধন্যবাদ। দারাজে আমরা সবাই আনন্দ ভাগ করে নেওয়ায় বিশ্বাস করি। এ জন্যই অষ্টম বছর পূর্তির এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা বছরের সেরা ডিল নিয়ে এসেছি। আশা করি, ক্যাম্পেইনটির মাধ্যমে ক্রেতা এবং অংশীদারদের সাথে আমাদের বন্ধন আরও দৃঢ় হবে এবং এ দেশের বাজারে আমরা আরও দীর্ঘদিন ধরে কাজ করে যেতে পারবো।’