বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: চমকপ্রদ ফিচার নিয়ে আসছে বিশ্বের বহুল জনপ্রিয় শেয়ারিং অ্যাপ ‘হোয়াটসঅ্যাপ’। অচিরেই অ্যাপের আসন্ন বৈশিষ্ট্য হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি ফেসবুকে স্ট্যাটাস আপডেট সুবিধা অবমুক্ত করবে। যা হোয়াটসঅ্যাপ ভক্তদের জন্য অ্যাপ থেকে ফেসবুকে একই স্ট্যাটাস সরাসরি প্রকাশ পদ্ধতি সহজ করবে।
ফিচার সুবিধা:
১। হোয়াটসঅ্যাপ ভক্তরা ফেসবুকে অ্যাপ প্রবেশ করা ছাড়াই ফেসবুকে সরাসরি তাদের স্ট্যাটাস আপডেট শেয়ার করতে পারবেন।
২। নতুন বৈশিষ্ট্যেয় ব্যবহারকারীরা ম্যানুয়ালি শেয়ার না করে উভয় প্ল্যাটফর্মে তাদের স্ট্যাটাস আপডেট সহজ করবে।
৩। নতুন বিকল্পটি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস প্রাইভেসি সেটিংসে পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপ সেটিংস থেকে ফেসবুক অ্যাকাউন্ট যুক্ত করা যাবে।
বহুল জনপ্রিয় হোয়াটসঅ্যাপ নতুন বৈশিষ্ট্য বিকাশ করছে। যা ভক্তদের অ্যাপটি ছেড়ে না দিয়ে ফেসবুকের পোস্টসহ তাদের স্ট্যাটাস আপডেট ভাগ করার অনুমতি দেবে। রিপোর্ট বলছে, নতুন বৈশিষ্ট্যটি ভক্তদের জন্য দু ধরনের প্ল্যাটফর্মে তাদের স্ট্যাটাস আপডেট ম্যানুয়ালি শেয়ার না করে বরং নতুন কিছু পোস্ট করার সময় তাদের জন্য অ্যাপ থেকে অ্যাপে তথ্য বিনিময় সহজ করবে। বর্তমানে ইনস্ট্রাগ্রামে এমন সুবিধা চালু আছে। ইনস্টাগ্রামে পোস্ট করা একই স্ট্যাটাস সরাসরি ফেসবুকেও শেয়ার করা যায়।
নতুন বৈশিষ্ট্যেয় সামাজিক যোগাযোগে সময় ও শ্রম সাশ্রয় হবে। নতুন ফিচারটি অ্যানড্রয়েড এবং আইওএস দু ধরনের অপারেটিং সিস্টেমেই কাজ করবে।
তা ছাড়া ‘অডিও চ্যাট’ নামে আরও একটি বৈশিষ্ট্য উন্নয়নে কাজ করছে হোয়াটসঅ্যাপ। অ্যানড্রয়েড অ্যাপ্লিকেশনের ভবিষ্যত আপডেটে আলাপচারিতায় নতুন সুবিধা যুক্ত হবে। বৈশিষ্ট্যটি চ্যাট হেডারে একটি নতুন ওয়েভফর্ম আইকন অন্তর্ভুক্ত করবে। যা অডিও চ্যাট করার মতো সুবিধা দেবে। ইন্টারফেসে কিছু নান্দনিক আদল আসব বলেও জানা গেছে।
নতুন ফিচার হোয়াটসঅ্যাপের গুরুত্ব বাড়াবে। ভক্তদের সর্বোত্তম সম্ভাব্য অভিজ্ঞতায় নতুন কিছু যুক্ত করবে। নানা কারণে হোয়াটসঅ্যাপ জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়ছে বলে নতুন নতুন সুবিধা যুক্ত করতে কাজ করছে অ্যাপটির কর্তৃপক্ষ। আন্ত:বিনিময় সুবিধা দিলে অ্যাপগুলো একে অন্যের সঙ্গে বিচ্ছিন্ন না থেকে বরং পরিপূরক হিসেবে নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে সামর্থ্য হবে।
নতুন বৈশিষ্ট্যেয় স্ট্যাটাস আপডেট প্ল্যাটফর্মে বন্ধু ও পরিবারের সঙ্গে যোগাযোগ আরও সহজ করবে।
অন্যদিকে ‘অডিও চ্যাট’ সুবিধা অ্যাপ ভক্তদের একে অন্যের সঙ্গে যোগাযোগ সুদৃঢ় করতে সহায়ক হবে। সূত্র বলছে, দ্রুতই সুবিধাগুলো সারা বিশ্বের হোয়াটসঅ্যাপ ভক্তদের জন্য উন্মোচন করা হবে। তখন ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে ইন-আউট আরও সহজবোধ্য ও জনপ্রিয় হবে।
শখের ফোন হারিয়ে বিপদে, বন্ধ থাকলেও খুঁজে পাওয়া যাবে হারানো ফোন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।