স্পোর্টস ডেস্ক : আগামী নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে বাংলাদেশ দল। আর এই সফরে বাংলাদেশ দলে ফিরতে পারেন পেসার তাসকিন আহমেদ।
এমনটিই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। ইনজুরি ও অফফর্মের কারণে দজাতীয় দলে জায়গা পাচ্ছিলেন না তাসকিন। জাতীয় দলে জায়গা পেলেন একাদশে দেখা যায়নি তাসকিনকে।
তবে এবার ভারত সফরে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে তাসকিনের। ভারতের বিপক্ষে তিন পেসার তাসকিন, এবাদত ও রাহিদের সামনে সাদা পোষাকের মঞ্চে নিজেদের উজার করার দারুণ সুযোগ থাকছে।
এ প্রসঙ্গে হাবিবুল বাশার বলেন, ‘তাসকিনকে আমরা লাস্ট ইনিংসে নিয়োজিত করেছি। আশা করছি, টেস্ট ম্যাচের আগে ও ফাস্ট ম্যাচের ভালো করতে পারবে। মোস্তাফিজদের অনেক কেয়ার করছি, তারে যেনো ফিট পাই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।