মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জীবন ঢালী (২২) ছয় মাস আগে ইতালি যাওয়ার স্বপ্নে বাড়ি ছাড়লেও সেই স্বপ্ন পূরণ হয়নি। তিনি লিবিয়ায় মানবপাচার চক্রের ফাঁদে পড়ে নিহত হয়েছেন।
জীবন ঢালী গত আট সেপ্টেম্বর লিবিয়ায় ঘটনাস্থলে ছোড়া গুলিতে নিহত হন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর নিজ বাড়িতে পৌঁছালে পরিবার ও গ্রামের মানুষ শোকস্তব্ধ হয়ে পড়েন। মৃত জীবন কালাম ঢালীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ছয় মাস আগে সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের মানবপাচারকারী দালাল রাসেল খানের প্রলোভনে জীবন ইউরোপের উদ্দেশ্যে লিবিয়া যান। সেখানে কয়েক মাস গেম ঘরে আটকে থাকার পর মাফিয়াদের গুলিতে প্রাণ হারান।
জীবনের মৃত্যুর খবরে তার মা-বাবা বারবার জ্ঞান হারাচ্ছেন এবং পুরো গ্রাম শোকের ছায়ায় আচ্ছন্ন। এলাকার মানুষ অভিযোগ করেছেন, প্রতিনিয়ত দালালের ফাঁদে পড়ে অনেক যুবক এইভাবে জীবন হারাচ্ছেন। তারা নিহতের পরিবারকে রাষ্ট্রীয় সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানিয়েছেন, লিবিয়া হয়ে ইতালির পথে দেশের যুবকরা দালালের ফাঁদে পড়ছেন। মানবপাচার চক্রের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এ ধরনের ঘটনায় অভিযুক্ত দালালের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।