আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে দুজন বিচারককে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা দাড়ি কামাতে নিষেধ করার রায় দিয়েছেন এবং ধূমপান করতে নিষেধ করেছেন। কট্টর ইসলামপন্থী ও রাজতান্ত্রিক দেশটির এমন পদক্ষেপ বেশ অবাক করেছে সবাইকে। সৌদি আরবের সংবাদ সংস্থার অনলাইন সংবাদের ভিত্তিতে এ তথ্য জানা গিয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, বরখাস্তকৃত দুজন তাদের রায়ে ইসলামকে উদ্ধৃত করেছেন। পুরুষের জন্য দাড়ি কাটা নিষেধ এবং ধূপান করা নিষেধ, রায়ে এমন কথা উল্লেখ করেছেন বলে অভিযোগ করা হয়। অভিযোগের কারণ সম্পর্কে বলা হয়, আদালতের রায় একটি প্রাতিষ্ঠানিক কাজ। এতে ব্যক্তিগত মতামত রাখার কোনো জায়গা নেই। ব্যক্তির ইচ্ছা অনুযায়ী রায়ে এসব উল্লেখ করার সুযোগ নেই বলে মনে করছে দেশটি। তবে সৌদি আরবের এমন পদক্ষেপ বেশ অবাক করার মতো বিষয় বলেই মনে করা হয় কারণ দেশটি বেশ রক্ষণশীল বলেই পরিচিত।
বরখাস্ত করার আদেশে বিচারকের এমন মূল্যায়নকে বিতর্কিত বলেও উল্লেখ করা হয়। জানা গেছে, বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশটির আরও কিছু বিচারক ও প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানা গেছে। সূত্র: গালফ নিউজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


