নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার নব নির্বাচিত পৌর মেয়র এস.এম রবীন হোসেন ও কাউন্সিলরগণ দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার (১৯ জুন) দুপুরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী কর্তৃক আয়োজিত পৌর মিলনায়তনে অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দায়িত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। পৌরসভার সচিব মোহাম্মদ মিলন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক।
এ সময় আওয়ামী লীগ নেতা এইচ.এম আবুবকর চৌধূরী, এ্যাড. আশরাফী মেহেদী হাসান, শফিউল কাদের নান্নু, মাজেদুল ইসলাম সেলিম, পৌরসভার সহকারী প্রকৌশলী হুময়িুন কবির, প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদুজ্জামানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নব নির্বাচিত পৌর মেয়র অনুষ্ঠানের প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি এমপিকে ফুল দিয়ে বরণ করেন এবং ক্রেস্ট উপহার দেন। এছাড়া মেয়র ও কাউন্সিলরদেরকে ফুল দিয়ে বরণ করে নেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এর আগে রোববার (১৩ জুন) কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ীদের নাম, ঠিকানা ও পদসহ গেজেট প্রকাশ করেন বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। পরে গত বুধবার (১৬ জুন) বিকেলে কালীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র এস.এম রবীন হোসেন, ৯ জন সাধারন ও সংরক্ষিন আসনে ৩ জন নারী কাউন্সিলর শপথ গ্রহণ করেন। তাঁদের শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি কালীগঞ্জ পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ৯টি ওয়ার্ডের ১৭টি কেন্দ্র ও ১২০টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রথমবারের মতো কালীগঞ্জ পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস.এম রবীন হোসেন নৌকা প্রতীকে নির্বাচিত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।