দিনমজুরের বিছানায় তোষকের নিচে কোটি টাকার হেরোইন

কোটি টাকার হেরোইন

জুমবাংলা ডেস্ক: সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি গ্রামের একটি টিনশেড বাড়ি থেকে হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ডিবি অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার (উত্তর) ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন। এর আগে বুধবার (৭ ডিসেম্বর) রাতে ওই গ্রামের একটি টিনশেড বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা চাকপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আশরাফ ওরফে ইমাম। বর্তমানে সাভারের জয়নাবাড়ি গ্রামের ইসহাক মিয়ার টিনশেড বাড়িতে ভাড়া থাকেন।
কোটি টাকার হেরোইন
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আশরাফ পেশায় দিনমজুর। সবার মতো দিনের বেলায় কাজে যান তিনি। কখনো রাজমিস্ত্রীর সহযোগী, কখনও ইটভাটায় কাজ করেন। তবে এই পেশার আড়ালে বড় ধরনের মাদক কারবারি করে আশরাফ। বুধবার রাতে তার ভাড়া বাসার বিছানার তোষাকের নিচ থেকে কোটি টাকার হেরোইন উদ্ধার করে পুলিশ।

মামলার বাদী ও ঢাকা জেলার (উত্তর) ডিবির এসআই সহিদুল ইসলাম জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় আশরাফকে তার ভাড়া বাসার কক্ষ থেকে বিপুল পরিমাণ হেরোইন গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত হেরোইনের ওজন প্রায় এক কেজি ৪০০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় এক কোটি ৮০ হাজার টাকা।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি মূলত ভারত থেকে আসা এই মাদক সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে। পরে ঢাকা এনে খুচরা বিক্রির করতেন। সীমান্তবর্তী এলাকায় তার ছদ্মনাম তোফাজ্জল হোসেন। লেনদেন হয় বিকাশের মাধ্যমে।

এ বিষয়ে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত আশরাফ বড় ধরনের মাদক কারবারি। পরিচয় আড়াল করে মাদক বিক্রি করে আসছিলেন তিনি। গত ৫ মাস ধরে এই এলাকায় অবস্থান করছে আশরাফ। প্রতিবেশীদের কাছে নিজেকে দিনমজুর ও দরিদ্র মানুষ নামেই পরিচিত ছিল।

এক বউয়ের দাবিদার দুই স্বামী, ১৮ জনকে আসামি করে মামলা