Advertisement
জুমবাংলা ডেস্ক: উত্তরাঞ্চলের দিনাজপুরে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। খবর ইউএনবি’র।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তোফাজ্জল হোসেন জানান, ভোরে তাপামাত্রা কম থাকলেও সূর্য ওঠার সাথে সাথে তাপমাত্রা বেড়েছে। তবে দু’এক দিনের মধ্যে তাপমাত্রা আরো কমতে পারে বলে জানান তিনি।
এর আগে, গত বৃহস্পতিবার পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় দেশের মধ্যে বছরের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।