দিনেদুপুরে রাজধানীতে বাসে আগুন

জুমবাংলা ডেস্ক : রাজধানীর জুরাইন-পোস্তগোলার সালাউদ্দিন পেট্রল পাম্পের পাশের সড়কে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে বাসে অগ্নিসংযোগের খবরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর ২টা ৪০ মিনিটে বাসে অগ্নিসংযোগের খবর পাই। পরে পোস্তগোলা থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে।

সারা দেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন