মুকেশ আম্বানি কী খেতে পছন্দ করেন, পাচকের বেতন কত
আন্তর্জাতিক ডেস্ক : ৬৫ বছর বয়সী এই ধনকুবের নিজের শরীরের খুব যত্ন নেন। বিশ্বের নামিদামি শেফরা তার বাড়িতে কাজ করলেও তিনি বুঝেশুনে খাবার খান।
আম্বানি ডিম খান। তবে কোনো ধরনের মাংস খান না। অ্যালকোহলযুক্ত পানীয়ও পান করেন না। ১৯৭০-এর দশকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীনও তিনি তাঁর খাবারের ব্যাপারে বিশেষ সচেতন ছিলেন।
এ ধনকুবের ডাল, চটপটি ও ভাতের মতো সাধারণ খাবারগুলো খেতে পছন্দ করেন। থাই খাবারও পছন্দ করেন তিনি।
আম্বানি নতুন জায়গায় নতুন নতুন খাবার খেতে ভালোবাসেন। তিনি বড় ধরনের ক্যাফেতে যেমন যান, তেমনি আবার রাস্তার পাশের ছোট্ট দোকানে খেতেও সংকোচ বোধ করেন না।
সাধারণত রোববার তার সকালের নাশতার মধ্যে ইডলি-সাম্বার থাকে। তার স্ত্রী নিতা আম্বানি একবার বলেছিলেন, মুকেশ যতই ব্যস্ত থাকুন না কেন, রাতের খাবারটা পরিবারের সঙ্গে খেয়ে থাকেন।
মুকেশ আম্বানির দৈনন্দিন জীবনে তার শেফরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধনকুবেরের শেফরা কত টাকা বেতন পান তা জানার অনেকের আগ্রহ আছে।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মুকেশ আম্বানির মুম্বাইয়ের বাড়িতে নিযুক্ত শেফরা প্রতিজন মাসে ২ লাখ রুপি করে বেতন পান। এছাড়াও তার অধীন থাকা কর্মীরা বিমা সুবিধা পেয়ে থাকেন। তাদের সন্তানদের পড়াশোনার খরচও জোগানো হয় আম্বানিদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এমনকি, কর্মচারীদের সন্তানেরা যাতে যুক্তরাষ্ট্রের স্কুলে পড়াশোনা করতে পারে, সেই ব্যবস্থাও করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।