বিনোদন ডেস্ক: এবারের ঈদে তিনটি চলচ্চিত্র মুক্তি পেলেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে ‘দিন: দ্য ডে’ এবং ‘পরাণ’ এর মধ্যে। দর্শকদের পছন্দের দিকে থেকে পিছিয়ে রয়েছে ‘সাইকো’।
হল সংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে মোর্তেজা অতাশ জমজম পরিচালিত ‘দিন: দ্য ডে’। এতে অভিনয় করেছেন অনন্ত জলিল ও বর্ষা। শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। সেই তুলনায় অনেকটাই পিছিয়ে ‘পরাণ’ ও ‘সাইকো’। মুক্তির পর ‘দিন: দ্য ডে’র পাশাপাশি প্রশংসা পাচ্ছে ‘পরাণ’ ছবিটিও।
রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ চলচ্চিত্রের প্রধান তিন চরিত্রের অভিনয়শিল্পীরা হলেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। আর অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ চলচ্চিত্রের প্রধান চরিত্রের অভিনয়শিল্পীরা হলেন পূজা চেরী ও জিয়াউল রোশান।
অনন্ত জলিল ও বর্ষা অভিনীত বিগ বাজেটের ‘দিন: দ্য ডে’ দেখতে বিভিন্ন হলে ছুটছেন দর্শকরা। মুক্তির আগে বাজেট, কলাকুশলী ও ইরানি পরিচালক— সব মিলিয়ে দর্শকের মাঝে কৌতূহল জাগিয়েছিল সিনেমাটি। মুক্তির পর সিনেমার ডাবিং, সংলাপ ও গল্প নিয়ে দর্শকরা কিছুটা নিরাশ হলেও শুনিয়েছেন আশার বাণী।
যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ‘দিন: দ্য ডে’ দেখে রাজধানীর গুলশান-২ থেকে আসা মৌসুমী মৌ জাানান, ‘বিগ বাজেটের সিনেমা ‘দিন: দ্য ডে’। একটু ফাইন টিউনিং করতে পারলে ছবিটি দুর্দান্ত হতো। তবে ছবিটি দেখে আমি হতাশ হইনি। এরকম বিগ বাজেট সিনেমা ইন্ডাস্ট্রিতে আসলে অদূর ভবিষ্যতে আরও ভালো সিনেমা নির্মিত হবে।’
তিনি আরও বলেন, ‘অনন্ত-বর্ষার এই ছবিতে এ্যাকশন একটু বেশি হয়েছে। সেই তুলনায় রোমান্সটা কম পেয়েছি ছবিতে। এরকম ছবিতে দর্শকরা একটু বেশি রোমান্স আশা করেন। তবে ভালো লেগেছে ছবিটি।’
প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের অনেকেই জানান, ‘দিন: দ্য ডে’র পাশাপাশি ‘পরাণ’ ছবির প্রতি দর্শকের আগ্রহ চোখে পড়ার মতো এবং এই ছবির দর্শক রিভিউটাও ভালো।
ঢাকার স্টার সিনেপ্লেক্সের সব কটি শাখা, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতা, শ্যামলী সিনেমা, চিত্রামহল, নিউ গুলশান, সৈনিক ক্লাব, বিজিবি, সাভার সেনানিবাস—এসব প্রেক্ষাগৃহে ‘পরাণ’, ‘দিন: দ্য ডে’ ও ‘সাইকো’। এর মধ্যে সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহ ১১৫ টিতে মুক্তি পেয়েছে ‘দিন: দ্য ডে’। মুক্তির দিক দিয়ে এরপরই যথাক্রমে আছে ‘পরাণ’ ও ‘সাইকো’।
ঈদে মুক্তি পাওয়া ‘পরাণ’ এবং ‘দিন: দ্য ডে’ সম্পর্কে জানতে চাইলে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, ঈদের পরদিন থেকে বাংলাদেশি ছবি দুটি বিকাল ও সন্ধ্যার দুই শো–ই হাউসফুল যাচ্ছে। দুটি ছবির দর্শক হাউসফুল থাকলেও রিভিউতে কিছুটা এগিয়ে আছে ‘পরাণ’।
যমুনা ব্লকবাস্টার সিনেমাসের অপারেশন ইনচার্জ এ আই রাজু জানান, ‘দিন: দ্য ডে’ ও ‘পরাণ সমানভাবে ভালো যাচ্ছে। তবে শুরু থেকে ‘দিন: দ্য ডে’ ছবির প্রদর্শনীর সংখ্যা যেহেতু বেশি, তাই ব্যবসাটাও বেশি। তবে ‘পরাণ’ ছবির প্রতি দর্শকের আগ্রহও বাড়তে থাকার কারণে প্রদর্শনীসংখ্যা বাড়াতে বাধ্য হয়েছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।