বিনোদন ডেস্ক: মালা বদল হয়েছে মাত্র ৬ দিন আগে । নতুন তারকা দম্পতি পেয়েছে বলিউড। গত ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।
রাজস্থানের বারওয়ারা ফোর্টে রাজকীয়ভাবে বিয়ে করেন এই দুই তারকা। ক্যাট-ভিকির বিয়ের আগে থেকেই গোটা বলিউড তাদের নিয়েই মেতে ছিল। গুঞ্জন ঝড়ে পরিণত হয় যখন বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন ক্যাট।
আনুশকা শর্মা, দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া কিংবা হালের পত্রলেখা, বলিউডের অন্য তারকাদের মতোই ক্যাটরিনা-ভিকির বিয়ের পোশাক নিয়েও আগ্রহের শেষ নেই ভক্তদের। এবার সেই আগ্রহ নতুন করে হাওয়া দিলেন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।
তারকাদের বিয়ে মানেই নজরকাড়া ডিজাইনার পোশাক। মেহেন্দি, সঙ্গীত থেকে বাগদান, বিয়ে, রিসেপশন প্রত্যেকটি অনুষ্ঠানের জন্যই আলাদা আলাদা পোশাক। বলিউড তারকাদের বিয়ে মানেই সব্যসাচীর ডাক পড়ে সবার আগে। এবার ক্যাটরিনার বিয়ের পোশাকের একটি ছবির সঙ্গে ছোট্ট একটি গল্পও শেয়ার করেছেন সব্যসাচী। ক্যাটরিনার বিয়ের শাড়ি নিয়ে জানা গেছে অজানা এক তথ্য।
সব্যসাচী জানান, পশ্চিমবঙ্গের ৪০ জন নারী কারিগর প্রায় ১৮০০ ঘণ্টায় ক্যাটরিনার জন্য শাড়িটি তৈরি করেছেন। দিন-রাত এক করে প্রায় ১৮০০ ঘণ্টা ধরে বাংলার ৪০ জন কারিগর ক্যাটরিনার বিয়ের একটি পোশাক জিজাইন করেছেন।
মসলিন কাপড়ের শাড়িতে হাত দিয়েই সুতার কারুকাজ করেছেন কারিগররা। এমনকি মসলিন কাপড়ও তাদেরই বোনা। বাংলার মসলিন কাপড় ও তাঁতিদের খ্যাতি যে বিশ্বজোড়া তারই প্রমাণ আরেক মিললো এবার।
সেই শাড়িতেই প্রাক-বিবাহ মুহূর্তে ভিকি কৌশলের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন ক্যাট। শুধু তাই নয়, শাড়ির সঙ্গে মিলিয়ে পরা জমকালো হিরার গয়নাটিও সব্যসাচীর ডিজাইন করা। বিয়ের দিন লাল ল্যাহেঙ্গায় সেজেছিলেন ক্যাটরিনা। কিন্তু তার কথা হচ্ছে না। প্রি-ওয়েডিংয়ে তাঁর সাজও নজর কেড়েছে সকলের। সেখানে হালকা গোলাপি এক শাড়ি পরতে দেখা গেছে তাঁকে। মাথায় ছিল ওড়না। আর হাতে বিদেশি কায়দায় ধরা ছিল ফুলের তোড়া।
ক্যাটরিনার বিয়ের শাড়ি নিয়ে সব্যসাচী আরও জানান, ক্যাটরিনা তার মায়ের ব্রিটিশ ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এমন কিছু চেয়েছিলেন। বিষয়টি মাথায় রেখেই শাড়িটি ডিজাইন করেন সব্যসাচী। তাই ব্রিটিশ ঐতিহ্যকে সম্মান জানিয়ে শাড়ির সঙ্গে মিলিয়ে ঘোমটা তৈরি করেন তিনি।
View this post on Instagram
মা ব্রিটিশ হলেও ক্যাটরিনা কাইফের বাবা ভারতীয়। ভিকি কৌশলের সঙ্গে তাঁর বিয়েটাও হয়েছে ভারতীয় আদব-কায়দা মেনেই। তবে সেখানে ছিল ব্রিটিশ ছোঁয়াও।
রাজস্থানের বারওয়ারা ফোর্টে এক হয়েছে চার হাত। এদিন রাতেই ‘Mr. & Mrs’-এর ভূমিকায় ছবি প্রকাশ্যে নিয়ে এসেছেন বলিউডের নয়া তারকাদম্পতি। রাখঢাক, কড়া নিরাপত্তার জন্য ভিকি-ক্যাটের বিয়ে নিয়ে কৌতূহলেরও অন্ত নেই। সোশ্যাল মিডিয়ায় বিয়ে, মেহেন্দি, সঙ্গীত অনুষ্ঠানের ছবি-ভিডিও প্রকাশ্যে আসতেই যেন অনুরাগীদের উন্মাদনার পারদ আরও চড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।