স্পোর্টস ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বরাবরই পেসারদের চাহিদা থাকে তুঙ্গে। আর সেই পেসার যদি হন ভারতীয়, তাহলে তো কথাই নেই। ফ্রাঞ্চাইজিগুলো রীতিমত ঝাঁপিয়ে পড়ে তার জন্য।
ডানহাতি মিডিয়াম পেসার দিপক চাহার নিজেকে সৌভাগ্যবান ভাবতেই পারেন। কারণ, পেস বোলিংয়ের পাশাপাশি তিনি যে ব্যাটিংয়ের শেষ দিকে এসে টুকটাক অবদান রাখতে পারেন, তার জন্য তার চাহিদা তৈরি হয়েছে আকাশছোঁয়া।
আইপিএলের মেগা নিলামে তাই তাকে নিয়ে তুমুল টানাটানি। ভিত্তিমূল্য ২ কোটি রুপি। তাকে কেনার জন্য রীতিমত যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল চারটি ফ্রাঞ্চাইজি। শুরুতে লড়াই চলছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে। পরে তাকে কেনার লড়াইয়ে যোগ দেয় চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস।
শেষ পর্যন্ত বাকি তিন ফ্রাঞ্চাইজিকে হারিয়ে ১৪ কোটি রুপিতে দিপক চাহারকে কিনে নিলো চেন্নাই সুপার কিংস। দিপক আবারও ফিরে গেলেন চেন্নাইতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।