স্পোর্টস ডেস্ক : আগামী নভেম্বর মাসে তিনটি টি-টুয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ সিরিজ খেলার জন্য বাংলাদেশকে স্বাগত জানিয়েছে ভারত।
সিরিজটিকে সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে প্রথম দিবা-রাত্রি টেস্ট ম্যাচ খেলার পরিকল্পনা করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বাংলাদেশ ও ভারত -দু’ দলের একদলও এখন পর্যন্ত গোলাপি বলে দিবা-রাত্রি কোনও টেস্ট ম্যাচ খেলেনি। তাই সুবর্ণ সুযোগ হিসেবেই সিরিজটিকে দেখছে বিসিসিআই। যদিও এখন পর্যন্ত বিষয়টি চূড়ান্ত হয়নি, তবে দিবা-রাত্রি টেস্ট ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বৃহস্পতিবার রাতের বৈঠকের সময় আলোচনা করবেন বিসিসিআই’র নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নিজে অবশ্য দিবা-রাত্রি টেস্ট ম্যাচ আয়োজনের করার জন্য অনেকটাই ইচ্ছুক। তবে খেলাটি হবে কি-না, সে প্রশ্নে সৌরভের উত্তর, ‘খেলোয়াড়দের দিবা-রাত্রি ম্যাচ খেলতেই হবে এমন না। আমি তাদের চাপও দেবো না। বিরাট কোহলি এবং টিম ম্যানেজমেন্টের কাছ থেকে মতামত নেওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবো আমরা।‘ বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ১৪ নভেম্বর ইন্ডোরে এবং দ্বিতীয় টেস্ট ২২ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।