ভারতীয় টিভি পর্দার জনপ্রিয় মুখ দিব্যাঙ্কা ত্রিপাঠী। তার মিষ্টি স্বভাবের সহজেই মন কেড়ে নেয় দর্শকদের। ২০১৭ সালে অভিনেতা বিবেক দাহিয়াকে বিয়ে করেন অভিনেত্রী। সুখেই সংসার করছিলেন দুজন। দেশে-বিদেশে ঘুরে বেড়াতেন, একসঙ্গে নিজেদের সময়গুলো উপভোগ করতেন।
বিয়ের পর কাজের সংখ্যা কমেছে দিব্যাঙ্কার। দাম্পত্য যে ভালোই কাটছে তাদের, সেটা বোঝা যেত সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনকে অনুসরণ করলেই।
তবে যতোটা দেখা যায়, ততোটাই কি ঘটে? দিব্যাঙ্কার স্বামী নাকি মদে আসক্ত। প্রতি রাতে দেদারসে মদ্যপান করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবর, দিব্যাঙ্কা এবং তার স্বামী— দু’জনেই বিদেশি মদ সংগ্রহে রাখতে ভালোবাসেন। কাজের সূত্রে দু’জনকেই এক শহর থেকে অন্য শহরে যেতে হয়। তাই বাড়িতেই একটি সুন্দর বার তৈরি করে রেখেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক জানান, কোভিডের সময় থেকে তিনি মদে আসক্ত হতে শুরু করেন। প্রতি রাতে মদ্যপান করতেন। অবস্থা এমন হয়েছিল যে একটি রাতও তিনি মদ ছাড়া থাকার কল্পনা করতে পারতেন না।
তার দাবি, মদ খেয়ে তারা কেবল ভাল সিনেমা কিংবা ওয়েব সিরিজই দেখতেন। বিবেকের কথায়, ‘‘লকডাউন শেষ হওয়ার পর যখন সকলে সাধারণ জীবনে ফিরে কাজ করতে শুরু করেছে, দেখলাম আমার ভুড়ি হয়ে গেছে. চুল পড়ে যাচ্ছে, চোখের তলায় কালি, সঙ্গে শুরু হয়েছে হজমের সমস্যা।”
কিন্তু এত কিছুর পরেও মদ ছাড়তে পারছিলেন না। এক সময় বিবেক বুঝতে পারলেন, তিনি নিজেকে এভাবে দেখতে চান না। তাই সময় নষ্ট না করে মনোবিদের পরামর্শ নিতে শুরু করেন।
বিবেক জানান, এখন তিনি সুস্থ ও সুষ্ঠু জীবন যাপন করছেন। মদের আসক্তিও কেটে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।