অন্তর্জাতিক ডেস্ক : পরমাণু চুক্তি ইস্যুতে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ভারত মহাসাগরীয় দ্বীপ দিয়েগো গার্সিয়ার একটি সামরিক ঘাঁটিতে বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।
পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন।
সম্প্রতি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি ইস্যুতে আলোচনার লক্ষ্যে চিঠি পাঠান ট্রাম্প। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দেয় ইরান। পারমাণবিক চুক্তিতে ফিরতে রাজি না হলে ইরানে সামরিক হামলা চালানোরও হুমকি দেন ট্রাম্প।
তবে ট্রাম্পের এসব হুমকি খুব একটা পাত্তা দিচ্ছে না ইরান। বরং পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলছেন, মার্কিন হুমকির কাছে ইরান মাথা নত করবে না। ইরানে হামলা হলে তার কঠিন জবাব দেয়া হবে।
এমন হুমকি-পাল্টা হুমকি আর উত্তেজনাময় পরিস্থিতির মধ্যে ইরানের দোরগোড়ায় যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন শুরু করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে বি-২ বোমারু বিমান মোতায়েন করা হয়েছে। তবে কতগুলো যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে, সে সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক কমান্ড।
একই সঙ্গে এগুলো কী কাজে ব্যবহৃত হবে সে বিষয়েও কিছু বলেনি তারা। তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানায় কমপক্ষে ৬টি বি-২ বোমারু বিমান সামরিক ঘাঁটিটিতে মোতায়েন করা হয়েছে।
উচ্চ ক্ষমতা সম্পন্ন এই বিমান ৩০ হাজার পাউন্ড জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডন্যান্স পেনেট্রেটর বহন করতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন, এই অস্ত্রটি ইরানের পারমাণবিক কর্মসূচিতে আঘাত করতে ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র। তবে বিমান বাহিনীর হাতে আছে মাত্র ২০টি বি-২ বোমারু। ফলে এর ব্যবহার যথেচ্ছ হবে না বলেই মত বিশেষজ্ঞদের।
পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে জানান যুক্তরাষ্ট্র ও তার অংশীদাররা সেন্টকমের আঞ্চলিক নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অঞ্চলে সংঘাতকে আরও বাড়িয়ে তুলতে পারে এমন যেকোনো পদক্ষেপের প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।