দিলারা জামানের পুত্রবধূ হলেন শিরীন শিলা

দিলারা জামানের পুত্রবধূ হলেন শিরীন শিলা

বিনোদন ডেস্ক : একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামান। একজন দিলারা জামান বাংলাদেশের অভিনয়ের দুনিয়ার ইনস্টিটিউশন। তার সাথে কাজ করতে সবসময়ই টিভি মিডিয়ার, সিনেমার শিল্পীরা প্রবল আগ্রহ প্রকাশ করে থাকেন।

দিলারা জামানের পুত্রবধূ হলেন শিরীন শিলা
ছবি সংগৃহীত

দিলারা জামান অভিনয় করতে করতে বিশেষত মায়ের চরিত্রে অভিনয় করতে করতে নিজেকে এমন একটি অবস্থানে নিয়ে গেছেন যে, শিল্পীরা তাকে ‘মা’ হিসেবেই ডেকে শান্তি পান। একজন দিলারা জামান প্রযোজক, পরিচালক, শিল্পীদের কাছে পরম শ্রদ্ধার, ভীষণ আস্থার। আর দর্শকের কাছে ভীষণ জনপ্রিয় তিনি

এই বয়সে এসেও তিনি নিয়মিত নাটক, সিনেমা, বিজ্ঞাপনে কাজ করে যাচ্ছেন। জীবনের জন্য এই যে এখনো অভিনয় নিয়ে তার খেলা, তিনি তা বেশ উপভোগ করেন। কাজের ধারাবাহিকতায় দিলারা জামান এরই মধ্যে নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।

একটি নতুন প্রতিষ্ঠানের পোলাওয়ের চালের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। আর এই বিজ্ঞাপনেই পুত্রবধূর ভূমিকায় অভিনয় করেছেন শিরীন শিলা। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আলী আহসান লিটন।

এরই মধ্যে রাজধানীর উত্তরার নতুন একটি শুটিং হাউজে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে কাজ করা প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘এক জীবনে বহু বিজ্ঞাপনে কাজ করেছি।

যতবারই নতুন কোনো বিজ্ঞাপনে কাজ করতে গেছি ততবারই নিজেকে নতুন করে আবিষ্কার করার চেষ্টা করেছি। পোলাওয়ের চালের বিজ্ঞাপনটির গল্প ভাবনা ভালো লেগেছে।

তিন দিনের চেষ্টায় ধরা পড়ল অপরূপ কাল নাগিনী সাপ