আন্তর্জাতিক ডেস্ক: পরীক্ষার ফল নিয়ে চাপা উত্তেজনা ছিলই। কিন্তু মার্কশিট হাতে নিয়ে একেবারে ‘থ’ ভারতের বিহারের এক শিক্ষার্থী। কারণ? স্নাতকস্তরের পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞানে ১০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ১৫১! অর্থাৎ মোট নম্বরের থেকে ৫১ বেশি! পাশ করবেন আশা করেছিলেন। কিন্তু তাই বলে মোট নম্বরকেও ছাপিয়ে যাবে! মার্কশিট হাতে পেয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে যান ওই শিক্ষার্থী। তারপরেই বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে। খবর আজকাল’র।
ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের দ্বারভাঙা জেলার ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ে। কলা বিভাগের এক শিক্ষার্থীর মার্কশিটেই এই অবাক করা কাণ্ড ঘটে। মাস খানেক আগেই পরীক্ষা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। ফল প্রকাশ হয় এক সপ্তাহ আগে। মার্কশিট পাওয়ার পরেই ওই পড়ুয়া জানান, ‘রেজাল্ট হাতে নিয়ে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এটা প্রভিশনাল মার্কশিট হলেও, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত ছিল রেজাল্ট প্রকাশ করার আগে তা একবার দেখে নেওয়া।’ বিশ্ববিদ্যালয়ের আরও এক পড়ুয়ার সঙ্গেও এক ঘটনা ঘটেছে। অ্যাকাউন্টিং ও ফাইন্যান্সের চতুর্থ পত্রে তাঁকে ১০০-এ শূন্য দেওয়া হয়েছে। অথচ পরবর্তী শ্রেণিতে তাঁকে উত্তীর্ণ করে দেওয়া হয়েছে।
বিষয়টি ঘিরে হইচই শুরু হতেই নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুস্তাক আহমেদ বলেন, ‘দুটি ঘটনাতেই মার্কশিট ছাপানোর ভুল হয়েছে। পড়ুয়ারা বিষয়টি নজরে আনতেই তা সংশোধন করে নতুন মার্কশিট দেওয়া হয়েছে। এটা কেবলমাত্র ছাপানোর ভুল, আর কিছুই নয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।