Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে গত কয়েকদিন ধরে করোনা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সেখানে সুস্থতার হার ৯০ শতাংশে দাঁড়িয়েছে। খবর ইউএনবি’র।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, বর্তমানে মাত্র ৯ শতাংশ লোক আক্রান্ত আছে। নতুন শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে নেমে এসেছে।
তিনি আরও দাবি করেছেন, কোভিড-১৯ এ মৃত্যুর হারও কমে এসেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, মঙ্গলবার সকাল পর্যন্ত দিল্লিতে প্রায় ১১ হাজার করোনা রোগী রয়েছে। সেখানে মোট আক্রান্ত রোগী ১ লাখ ১৬ হাজার ৩৭২ জন।
জুনে সেখানে প্রতিদিন গড়ে ১০০ করোনা রোগীর মৃত্যু হলেও বর্তমানে তা গড়ে প্রতিদিন ২০ জনে নেমে এসেছে।
মুখ্যমন্ত্রী বলেন, জুনে ১০০ জনের করোনা পরীক্ষা করলে ৩৫ জনের পজিটিভ আসতো। এখন সেটা পাঁচজনে নেমে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।