
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে টানা ২২ বছর কাজ করেছেন। উত্তর-পূর্ব দিল্লির আইশ মুহাম্মদ অবসর নিয়েছেন ২০০২ সালে। তার বাড়িও গত সপ্তাহে পুড়িয়ে দিয়েছে দাঙ্গাবাজরা। ঘরবাড়ি হারিয়ে পাগলপ্রায় ৫৮ বছর বয়সী আইশ মুহাম্মদ।
দিল্লির মুস্তাফাবাদে আরো শতাধিক মানুষের ঘরবাড়ি পুড়ে গেছে দাঙ্গাবাজদের দেওয়া আগুনে। ঘরবাড়ি পুড়ে যাওয়ার কারণে অন্যদের সঙ্গে এখন ঈদগাহে থাকছেন বয়স্ক এই লোক।
ভাগিরথী বিহারের পাশেই তার বাড়ি। নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থক ও বিরোধীদের মধ্যে গত সংঘর্ষের সময় অন্যদের পাশাপাশি তার বাড়িতে আগুন দেয় কট্টর হিন্দুত্ববাদীরা।
আইশ মুহাম্মদ বলেন, দুই থেকে তিনশ দাঙ্গাবাজ আমাদের এলাকায় ঢুকে পড়ে ইট-পাথর মারছিল। তারা গুলি চালিয়েছে এবং তারপরই বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আমি আর আমার ছেলে একসঙ্গেই ছিলাম। আমরা ছাদে উঠে গিয়ে পাশের ভবনের ছাদে লাফিয়ে চলে যাই।
তিনি আরো বলেন, আমার ভাতিজির বিয়ের দিন ঠিক হয়ে গেছে। ২৯ মার্চ বিয়ের দিন ঠিক করা আছে। তার বিয়ের জন্য সব ধরনের গয়না কেনা হয়েছে। দাঙ্গাবাজরা সব নিয়ে গেছে।
তিনি আরো বলেন, আমার স্ত্রী আর মেয়ে তার নানার বাড়ি ছিল। সে কারণে ওরা বেঁচে গেছে। অথচ আমি ১৯৯১ সালে কাশ্মীরে থেকে দায়িত্ব পালন করেছি। দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়েছি। অথচ এখন দাঙ্গা হচ্ছে। আমার এখন মনে হচ্ছে, এ দেশে বেঁচে থাকার কোনো অধিকার নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।