আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে প্রতি চারজনের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সরকার কর্তৃক পরিচালিত একটি এন্টিবডি টেস্টের জরিপের ভিত্তিতে এ কথা বলা হচ্ছে।
ভারতের কেন্দ্রীর স্বাস্থ্য মন্ত্রণালয় এ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। এই জরিপে ২১ হাজার ৩৮৭ জনের রক্তের নমূনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২৩ দশমিক ৪৪ শতাংশের কোভিড-১৯ এন্টবডি টেস্টের ফল পজিটিভ এসেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এই জরিপ পরিচালনা করা হয়েছে ২৭ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত। এতে ১১ জেলার সাধারণ মানুষের নুমনা সংগ্রহ করা হয়েছে।
বলা হচ্ছে, এই জরিপের ফল দেখে মনে হচ্ছে, ভারতের রাজধানীতে আগে যা ধারণা করা হয়েছিল, করোনাভাইরাস সংক্রমণের হার তার তুলনায় বহুগুন বেশি।
দিল্লিতে এ পর্যন্ত পরীক্ষা করে ১ লাখ ২৩ হাজার ৭৪৭ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। যা আসলে দিল্লির ১ কোটি ৯৮ লাখ মানুষের মাত্র ১ শতাংশ।
কিন্তু সংক্রমণের হার যদি সত্যি ২৩ দশমিক ৪৪ শতাংশ হয়ে থাকে, তাহলে ধরে নিতে হবে সেখানে ৪৬ লাখ ৫০ হাজার মানুষের করোনাভাইরাস হয়েছে।
করোনা হিসান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী ভারতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৭০ হাজার ৬৩৬ জন। আর এতে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে, ২৮ হাজার ৩২৯ জনের। এখন পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন, ৭ লাখ ৩৫০৬১ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।