স্পোর্টস ডেস্ক : দিনভর কুয়াশার মতো ধুলো জমে ছিল দিল্লির আকাশে। পাহাড় গঞ্জ থেকে দিল্লির বাহাদুর শাহ মার্গের পথে দুপুরে চোখে পড়ল রাস্তার দু পাশে বুঝি কুয়াশা ঝরছে। তবে স্বস্তি মিলতে থাকে শেষ বিকেলে। দিনের আলো পড়তেই কমে যেতে থাকে বায়ুদুষণ! তার পথ ধরেই অনিশ্চিয়তা কাটল!
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রোববার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি টস ভাগ্য থাকল বাংলাদেশের পক্ষে। মুদ্রা নিক্ষেপে জিতেই হাসিমুখে প্রথমে বোলিং নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
দিল্লির বায়ু দূষণ নিয়ে চর্চা চলছে গত কিছুদিন ধরেই। যে কারণে বাংলাদেশ-ভারতের মধ্যেকার সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়ানো নিয়েও দেখা দেয় শঙ্কা। তবে সন্ধ্যায় ঠিক সময়েই হয়েছে টস। উৎসব আমেজ গোটা স্টেডিয়ামে। ৪১ হাজার দর্শক ধারণক্ষমতার গ্যালারি পূর্ণ।
তবে ম্যাচটাতে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারেনি বাংলাদেশ। নিষেধাজ্ঞার কারণে নেই সাকিব আল হাসান। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটিতে তামিম ইকবাল। তবে ২০ ওভারের ক্রিকেটে টাইগারদের সমীহ করা ছাড়া উপায়ও নেই ভারতের। বিরাট কোহলি বিশ্রামে থাকায় নেতৃত্বে আছেন রোহিত শর্মা। জয় নিয়েই তিনি যেতে চান রাজকোটে!
ভারতের বিপক্ষে এটি ৮ নম্বর টি-টোয়েন্টি বাংলাদেশের। দুঃখজনক হলেও সত্যি প্রতিটি ম্যাচেই হার দেখেছে দল। প্রথমবারের মতো দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে এসে সেই অচলায়ন ভাঙ্গতে পারবে তো মাহমুদউল্লাহ রিয়াদের দল?
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাইম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন এবং আমিনুল ইসলাম বিপ্লব।
ভারতীয় একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, রিশব পন্ত, ক্রুনা পান্ডিয়া, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্রা চাহাল, দিপক চাহার এবং খলিল আহমেদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।