আন্তর্জাতিক ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। এই পরিস্থিতিতে নয়াদিল্লিতে নিজেদের নাগরিকদের চলাফেরায় সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর ইন্ডিয়া টুডে’র।
আনন্দবাজারপত্রিকার খবরে বলা হয়েছে, ভারতে অবস্থান করা মার্কিন নাগরিকদের উত্তেজনাপূর্ণ এলাকা এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে ট্রাম্প প্রশাসন।
সোমবার দুদিনের সফরে ভারতে গিয়েছিলেন ট্রাম্প। মঙ্গলবার রাতে তিনি ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে। তার আগে সন্ধ্যার দিকে ভারতের ধর্মীয় স্বাধীনতা ও দিল্লির সংঘর্ষ নিয়ে তাকে প্রশ্ন করা হলে সংঘর্ষের বিষয়টিকে ভারতের অভ্যন্তরীন বিষয় বলেই মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
কিন্তু ট্রাম্প মুখে একথা বললেও হোয়াইট হাউস যে দিল্লির অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন, তা-ই স্পষ্ট হল তার দেশে ফেরার পর মার্কিন নাগরিকদেরকে দেয়া ওই সতর্কবার্তায়।
বুধবার জারি করা নির্দেশিকায় দিল্লির সহিংসতার ঘটনার বিস্তারিত তুলে ধরে সাবধান করা হয়েছে ভারতে থাকা মার্কিন নাগরিকদের।
নির্দেশিকায় যুক্তরাষ্ট্র বলছে, উত্তরপূর্ব দিল্লিতে সহিংসতার প্রেক্ষাপটে মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বনে পরামর্শ দেয়া হচ্ছে। বিক্ষোভের এলাকাগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ যে বিক্ষোভ, সড়ক, মেট্রো বন্ধ ও সম্ভাব্য কারফিউ সম্পর্কে হালনাগাদ তথ্য পেতে স্থানীয় সংবাদমাধ্যমগুলো পর্যবেক্ষণ করতে হবে। কোনো কোনো এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এতে চারজন কিংবা তার চেয়ে বেশি লোকের জড়ো হওয়ার ক্ষেত্রে ভারত সরকার নিষেধাজ্ঞা জারি করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।