Advertisement
বিনোদন ডেস্ক : ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে দুপক্ষের সহিংসতায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। আহত হয়েছেন প্রায় দুই শতাধিক।
তবে সিএএ’র পক্ষে ও বিপক্ষের সহিংসতায় মুখ খুলেছেন কলকতার অভিনয়শিল্পী থেকে শুরু করে পরিচালকরাও।
কলকাতার যাদবপুরের তৃণমূল সংসদ সদস্য ও অভিনেত্রী মিমি চক্রবর্তী চলমান সহিংসতা নিয়ে আক্ষেপ করে টুইট করেছেন, ‘আজ ভালো হয়েছে কবি গুরু তুমি বেঁচে নেই। আজ ভালো হয়েছে কবি নজরুল ইসলাম তুমি বেঁচে নেই। কারণ মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আর নই। মোরা রাম আর রহিম ভাই ভাই আর নই। যেটা আমরা এখন, সেটা আর যাই হোক মানুষ আর নই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।




