জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, নাগরিকত্ব আইন নিয়ে ভারতের দিল্লিতে সহিংসতা দেশটির অভ্যন্তরীণ বিষয়। আমরা চাইব- যত দ্রুত সম্ভব এটার সমাধান আসুক।
তিনি বলেন, নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় কোনো বিক্ষোভই আমরা আমলে নিচ্ছি না। মুক্তিযুদ্ধের সময় প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের অবদান অস্বীকার করার সুযোগ নেই। মুজিববর্ষ উপলক্ষে আগামী ১৭ মার্চ সকালে আমাদের মহান স্বাধীনতার অন্যতম সহযোগী প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের দেশে আসবেন।
আসেম ডে উপলক্ষে রোববার রাজধানী ইস্কাটনে বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিজ) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে সচিব এ সব কথা বলেন।
মোদির এ সফরে বাংলাদেশ-ভারতের অমীমাংসিত বিভিন্ন বিষয় আলোচনায় আসবে কিনা- জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, অবশ্যই আলোচনায় আসবে সে সব বিষয়। তবে মেইন ফোকাস থাকবে মুজিববর্ষ।
ভারতের রাজধানী দিল্লিতে মুসলমানদের ওপর সহিংসতার ঘটনায় নরেন্দ্র মোদির ঢাকায় আসার বিরোধিতা করে আসছে কয়েকটি সংগঠন। কেউ কেউ নরেন্দ্র মোদির ঢাকায় আমন্ত্রণ প্রত্যাহারেরও দাবি জানিয়ে আসছেন। ওই সব দাবির মুখে রোববার পররাষ্ট্রমন্ত্রী ও সচিব নরেন্দ্র মোদির ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করলেন।
বিআইআইএসএস’র চেয়ারম্যান রাষ্ট্রদূত এম ফজলুল করিমের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে আরও বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, বাংলাদেশস্থ চীনা অ্যাম্বাসির ডেপুটি চিফ অব মিশন ইয়ান হুয়ালং, বিআইআইএসএস’র ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল শেখ মাসুদ আহমেদ, সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, হোসাইন জামিল প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।