Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে গত ৪৬ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত ঘটেছে। বৃষ্টির কারণে এখানকার ইন্দিরা গান্ধী বিমানবন্দরের একাংশ জলমগ্ন হয়ে পড়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিল্লিতে এক হাজার মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। এজন্য শহরে অরেঞ্জ এলার্ট জারি করা হয়েছে।
বিমানবন্দরে জলমগ্নতার কারণে ফ্লাইটের উঠানামা ব্যাহত হচ্ছে। ইন্ডিগো, স্পাইসজেটের মতো এয়ারলাইনারগুলো বিমানবন্দরে আসার আগে যাত্রীদের ফ্লাইটের বর্তমান অবস্থা জেনে আসতে বলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।