দীপিকার সন্তানের সঙ্গে থাকছে রণবীর কাপুরের মিল! তুলকালাম তথ্য ফাঁস

dipika

বিনোদন ডেস্ক : বাবা-মা হতে চলেছেন বলিউডের তারকা জুটি রণবীর সিং ও দীপিকা। জানা গেছে সেপ্টেম্বরে সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী। তবে সন্তানের জন্ম তারিখে রয়েছে একটি চমক।

dipika

চলতি মাসের ২৮ তারিখে সাউথ মুম্বাইয়ের একটি হাসপাতালে সন্তানের জন্ম দিতে চলেছেন দীপিকা পাডুকোন। একই দিনে দীপিকার প্রাক্তন প্রেমিক অর্থাৎ অভিনেতা রণবীর কাপুরেরও জন্মদিন। আর এই খবর সামনে আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে চলছে তুমুল চর্চা।

অনেকে বলছেন, ‘দীপিকা কি প্রাক্তনকে এখনও ভুলতে পারেননি?’ আবার কেউ কেউ বলছেন, ‘ব্যাপারটি কাকতালীয়।’

দীপিকাকে শেষ দেখা গিয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে। অন্তঃসত্ত্বা থাকাকালীন এই ছবির শুটিং করেছিলেন অভিনেত্রী। ছবিতেও এক অন্তঃসত্ত্বা মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দিওয়ালিতে দীপিকার আসন্ন ছবি ‘সিংহাম এগেইন’ মুক্তি পাবে।

ফোন করে বলা হলো ইন্ডিয়ান আইডল থেকে আমি বাদ: জাহিদ অন্তু

রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা: রামলীলা’র শুটিং সেট থেকে একে অপরের প্রেমে পড়েন রণবীর সিং ও দীপিকা। এরপর ২০১৮ সালের ১৪ নভেম্বর গাঁটছড়া বাঁধেন এই তারকা জুটি।

সূত্র: বলিউড লাইফ