বিনোদন ডেস্ক : বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে তিনি হলেন অন্যতম। তিনিই প্রথম বলিউড অভিনেত্রী যিনি সিনেমা নির্মাতাদের কাছে সরাসরি নায়কদের সমান পারিশ্রমিক দাবি করেন। আর এরজন্য বলিউডে বেশ শোরগোলও ফেলে দিয়েছিলেন তিনি। বাদ পড়েছিলেন সঞ্জয় লীলা বানসালির বড় বড় প্রজেক্ট থেকে। তিনি হলেন দীপিকা পাড়ুকোন।
২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন দীপিকা। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। বলিউডে আসার আগে অবশ্য কিছু দক্ষিণী ছবিতে তিনি কাজ করেছিলেন। তবে তিনি এখন পুরোদস্তুর হিন্দি সিনেমার নায়িকা। ২০১৮ সালে রণবীর সিংকে বিয়ে করেন দীপিকা। রণবীর এবং দীপিকা দুজনেরই কেরিয়ার এখন মধ্য গগনে।
তবে জানেন কি দীপিকা পাড়ুকোন এখন সিনেমা পিছু কত টাকা করে পারিশ্রমিক পাচ্ছেন? বছরে তার উপার্জন কত? এসব জানলে কিন্তু ঘুরে যাবে মাথা। দীপিকা ‘পদ্মাবত’ ছবির জন্য ১৩ কোটি টাকা নিয়েছিলেন। যেখানে তার সহ অভিনেতারা অর্থাৎ রণবীর সিং এবং শাহিদ কাপুররা পেয়েছিলেন ১০ কোটি টাকা। বলিউডে নায়কদের পারিশ্রমিক নায়িকাদের থেকে বেশি হয়, এই চলটাই তিনি ভেঙে দিয়েছেন।
ভারতীয় সিনেমার তিনিই প্রথম অভিনেত্রী যিনি পুরুষ সহ অভিনেতাদের থেকে বেশি পারিশ্রমিক পেয়েছেন। দীপিকার বার্ষিক আয়ও তাক লাগিয়ে দেবে। ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট কোম্পানি স্টকগ্রোর টুইট অনুসারে দীপিকা প্রত্যেক বছর ৪০ কোটি টাকার বেশি উপার্জন করেন। ২০১৮ সাল থেকে ছবি পিছু তার পারিশ্রমিক দাঁড়িয়েছে ১৫ কোটি টাকা।
দীপিকা বিজ্ঞাপনের ব্র্যান্ড অনুমোদনের জন্য ৭ থেকে ১০ কোটি টাকা নেন। সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ইনস্টাগ্রাম এবং টুইটারে পোস্ট করার জন্য দেড় কোটি টাকা চার্জ নেন। এই রিপোর্টে ২০২৩ সালে দীপিকা পাড়ুকোনের মোট সম্পত্তির পরিমাণটাও জানা গিয়েছে। ব্যবসা এবং সম্পত্তি মিলিয়ে তার মোট সম্পত্তির পরিমাণ এখন ৪৯৭ কোটি টাকা।
দীপিকা এখন শুধু একজন অভিনেত্রী নন। 82°E নামের একটি স্কিনকেয়ার ব্র্যান্ড চালাচ্ছেন তিনি। এছাড়াও বেশ কিছু ব্যবসাতে বিনিয়োগ রয়েছে তার। মুম্বাইতে তার একটি ছয় কোটি টাকা দামের বাড়ি রয়েছে। আর ১১৯ কোটি টাকা দিয়ে তিনি আরও একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন। তাকে খুব শীঘ্রই ‘প্রজেক্ট কে’ ছবিতে দেখা যাবে। সেই সঙ্গে শাহরুখের ‘জওয়ান’ ছবিতেও তার ক্যামিও থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।