আন্তর্জাতিক ডেস্ক : অবশেষ অবাধ চলাচলের অনুমতি পেতে যাচ্ছে ইতালির মানুষ। দীর্ঘ আতঙ্কের দিন পেরিয়ে ৩ জুন থেকে দেশটির সরকার তার নাগরিকদের অবাধ চলাচলের অনুমতি দেবে বলে জানা গেছে। ইতালি সরকারের এক খসড়ার বরাত দিয়ে রয়টার্স শুক্রবার এ খবর জানায়।
মহামারি করোনাভাইরাস ইউরোপে সবচেয়ে বেশি আঘাত হানে ইতালিতে। মার্চে প্রথম দেশজুড়ে কড়াকড়ি আরোপ করেছিল। এখন সংক্রমণ কমে আসতে থাকায় দেশটি লকডাউন থেকে বেরিয়ে আসছে।
মৃতের সংখ্যার দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২২৩,০৯৬।আর মারা গেছে ৩১,৪০০ জন।
রয়টার্স জানিয়েছে ইতালির খসড়া আদেশটি শুক্রবার অনুমোদন পাওয়ার কথা রয়েছে। তবে সময়ের আগে সেটি কিছুটা সংশোধনও করা হতে পারে।
আদেশটিতে বলা হয়েছে, আগামী ৩ জুন এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। আর ১৮ মে থেকে ইতালির এক একটি অঞ্চলে মানুষ অবাধে চলাফেরা করতে পারবেন।
দেশটির বিভিন্ন কারখানা চালু হবে ৪ মে থেকে এবং দোকানপাট খুলবে সোমবার থেকে। এ সময় ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পরিস্থিতি নজরে রাখবে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।