জুমবাংলা ডেস্ক : গাইবান্ধায় বিলুপ্তপ্রায় প্রজাতির বিশাল আকারের পাঁচটি শকুন উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের মধ্য ফলিয়া গ্রামের একটি গাছের নিচ থেকে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহায়তায় শকুনগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার শকুনগুলোকে দিনাজপুরের বনবিভাগ বৃহস্পতিবার গাড়িতে করে ইকোপার্কে নিয়ে যায়। দিনাজপুর ইকোপার্কে রেখে শকুনগুলোকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার পর সেগুলোকে সেখানেই অবমুক্ত করা হবে।
গাইবান্ধা জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর হোসেন জানান, পশ্চিমদিক থেকে উড়ে আসা বিশাল একটি শকুনের ঝাঁক ফলিয়া গ্রামের একটি বটগাছে আশ্রয় নেয়। এ সময় হঠাৎ করে পাঁচটি শকুন দূর্বল হয়ে গাছ থেকে নিচে পড়ে যায়। পরে এলাকাবাসী বনবিভাগকে খবর দেয়। খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় শুকুনগুলো উদ্ধার করে।
তিনি বলেন, সম্ভবত শকুনগুলো হিমেল হাওয়ায় অনেক দুর থেকে এখানে উড়ে আসছিল। প্রচন্ড শীত ও দীর্ঘ পথ উড়ে আসার ক্লান্তিজনিত কারণে শকুনগুলো ওই গাছটিতে আশ্রয় নেয়। এর মধ্যে অপেক্ষাকৃত অতি দুর্বল ও অসুস্থ ৫টি শকুন গাছ থেকে হঠাৎ নিচে পড়ে যায়।
সবুর হোসেন জানান, এই প্রজাতির শকুন এখন বাংলাদেশে সচারাচর দেখা যায় না। এই প্রজাতির শকুন দেশ থেকে বিলুপ্ত হতে চলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।