বিনোদন ডেস্ক : সৌম্য আর দিব্য, বৃন্দাবন দাস ও শাহনাজ খুশি দম্পতির দুই যমজ সন্তান। যাদেরকে কখনোই আলাদাভাবে চেনা সম্ভব না। অন্তত আলাদা করে কেউ তাদের যে বুঝবে সে উপায় নেই। দুই জনের চেহারায় নেই পার্থক্য।
তাই বলে মা কি চিনতে পারবেন না তা কি হয়? না এটা হয় না। মা ঠিকই চিনে ফেলেন কে সৌম্য আর কে দিব্য। কিন্তু ক’দিন আগে সৌম্য’র ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার পর ১৮ বছরের মধ্যে প্রথম ভুলটা করে ফেললেন। নিজেই সোশ্যাল হ্যান্ডেলে সে কথা জানালেন খুশি।
শাহনাজ খুশি বলেন, আমার সৌম্য বাবন টার ডেঙ্গুজ্বর হয়েছিল। ডেঙ্গু জ্বর চলে গেলেও বেশ লম্বা সময় একই যত্নে(খেয়ালে) রাখতে বলেছে চিকিৎসক। ঔষধ তেমন কিছু না,এন্টাসিড/এলার্জি/আর মাল্টি ভিটামিন। ১ মাস চলবে। সে মতো সকাল থেকেই আমি যত্ন শুরু করি,সবাই উঠার অনেক আগেই বড় এক গ্লাস ভর্তি শরবত আর এন্টাসিডটা দিই।
তিনি বলেন, শুরু থেকেই তারা বছরে ১০ মাস আমাদের সাথে ঘুমায়,অসুস্থ হওয়াতে সে অধিকার আরও বেড়েছে। আমি আজ সকালে যথারীতি একজনকে গভীর ঘুম ভেঙে ডেকে তুলে বসিয়ে হাতে শরবত আর ঔষধ দিলাম। প্রথমে চোখই খোলে না,পরে সে প্রচণ্ড বিরক্ত হয়ে বললো,মা! আমি সৌম্য না,দিব্য প্লিজ!
শাহনাজ খুশি বলেন, ওদের বাবা ছোট বেলায় থেকে প্রায় চিনতে না পারার ভুল করে! কিন্তু আমি না! ১৮ বছরে আজ আমি প্রথম এ ভুল করলাম। অনেকক্ষন বোকা হয়ে বসে থাকলাম,মনে হল সৃষ্টির এক অদ্ভুত অধ্যায় সৃষ্টি এবং বহন করছি আমি!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।